রোগের নাম:
মাছের ক্ষত রোগ (ইপিজুটিকআরসারেটিভসিনড্রোম)
আক্রান্ত
মাছের
প্রজাতি:
শোল, গজার, টাকি,
পুঁটি, বাইম, কৈ, মেনি,
মৃগেল, কার্পিও এবং তলায় বসবাসকারী
অন্যান্য প্রজাতির মাছ।
রোগের লক্ষন ও কারণ:
চিকিৎসাওঔষধপ্রয়োগ:
নিরাময়ের জন্য ০.০১
পিপিএম চুন ও ০.০১ পিপিএম লবন
অথবা ৭-৮ ফুট
গভীরতায় প্রতি শতাংশ জলাশয়ে
১ কেজি হারে চুন
ও ১ কেজি হারে
লবন প্রয়োগ করলে আক্রান্ত
মাছগুলো ২ সপ্তাহের মধ্যে
আরোগ্য লাভ করে।
প্রতিষেধক/প্রতিকার:
আগাম প্রতিকার হিসাবে আশ্বিন কার্তিক
মাসে বর্ণিত হারে লবন
ও চুনের প্রয়োগ করলে
আসন্ন পরবর্তী শীত মৌসুমে মাছের
ক্ষত রোগের প্রাদুর্ভাব থেকে
অব্যাহতি পাওয়া যায়।
User Comments: